Saturday

সিনেমা বিষয়ক ওয়েবসাইট তালিকা

# সিনেমা বিষয়ক ওয়েবসাইট তালিকা - যাঁরা বিশ্ব সিনেমা ভালোবাসেন দেখেন খোঁজ রাখেন পড়েন লিখেন গবেষণা করেন বানাতে চান বানিয়ে ফেলেন এবং/অথবা/কিংবা/তবু পস্তান, তাঁদের জন্য এই লিংক সংকলনটা বেশ কাজের হতে পারে। আইএমডিবি, সেন্সেস অব সিনেমা, জাম্প কাটের মতো পরিচিত সাইটের পাশাপাশি অন্য সব লিংক সিনেপ্রেমী নেট পরিব্রাজকের ক্লান্তি মেটাতে পারে।

# জুলিয়া লেসাগের বুকমার্ক - জাম্প কাট পত্রিকার সহ-সম্পাদক জুলিয়া। কাজের খাতিরে চষে বেড়াতে হয় মিডিয়া বিষয়ক সাইট। ট্যাগ আর ক্যাটাগরির ব্যবহারে তার বুকমার্ক সাইটটি গোছানো লেগেছে। সিনেমা বা মিডিয়া বিষয়ক চলমান লিংক ঝাঁপি। জাম্প কাটের গত সংখ্যায় তাঁর লেখা

# স্বাধীনধারার নির্মাতাদের জন্য টিপস - বড় স্টুডিও বা ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে ইনডিপেন্ডেন্ট সিনেমা বানানো সোজা নয়। চিত্রনাট্য লিখা, পরিচালনা, প্রযোজনা পরিবেশনা সব দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়। ফলে হ্যাপা বেশি। রেইনড্যান্সের টিপস, এসব নিয়ে। আলোকসম্পাত, সম্পাদনা আর ভিডিওগ্রাফি বিষয়ে ভিডিওমেকার পত্রিকার টিপস কাজে দিয়েছে সম্প্রতি।

# তারুণ্যের সিনেমা গাইড - তরুণ নির্মাতারা আগ্রহী এখন ডিজিটাল প্রযুক্তিতে। গল্প বলার বিষয়ও তরুণদের সমসাময়িক ভাবনা, সমস্যা, উপলব্ধি। সিনেমা ভাষা এবং নির্মাণযজ্ঞের ধাপগুলো নিয়ে প্রাথমিক কিছু লেখা আছে সাইটে। পিডিএফ ফাইল আর ভিডিও ক্লিপগুলো তরুণ নবীন নির্মাতাদের কাজে আসবে।

# সিনেমা ও দর্শনশাস্ত্র : সিনেমা দেখে বিনোদন খোঁজার বাইরে যাঁরা বুঝতে আগ্রহী এর সাথে দর্শনের সম্পর্কটা কেমন, যেতে পারেন অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয় পরিচালিত ইন্টারনেট ফোরামে। সিনেমা আর ফিলোসফি নিয়ে নতুন, পুরোনো (এবং কঠিনও) অনেক লেখা পেয়ে যাবেন।

# ওং কার-ওয়াই সিনেমার রসাস্বাদন - সমকালীন সিনেমা পরিচালকদের ভেতর ওং কার ওয়াই নানা কারণে আমার প্রিয় হয়ে উঠছেন। সময় স্পেস রঙ কম্পোজিশন গল্পের ন্যারেটিভ বা সিনেমা-ভাষার আরোপিত প্রথা, সবকিছুই নতুন করে আবিস্কার/উপলব্ধি করছি হং কংয়ের এই পরিচালকের কাজে।


ইশতিয়াক জিকো / রূপান্তর ব্লগ / আপডেট: ২৬ জুলাই ২০০৮ / ঢাকা

No comments:

Post a Comment